৭২ এর সংবিধানে ফিরতেই সংশোধনী আনা হয়েছিল : অ্যাটর্নি জেনারেল

0
360

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সামরিক ফরমানের মাধ্যমে সংবিধানের যেসব কাটা-ছেঁড়া করা হয়েছিল (পরিবর্তন) সেগুলো বাতিল করে ৭২ এর সংবিধানে ফিরে যাওয়ার লক্ষ্যেই পঞ্চদশ ও ষোড়শ সংশোধনী আনা হয়েছিল। বৃহস্পতিবার ‘ষোড়শ সংশোধনী কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়’- এই রুলের চূড়ান্ত শুনানিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চে এই রুলের শুনানি অনুষ্ঠিত হয়। অ্যাটর্নি জেনারেল বলেন, উচ্চ আদালতের বিচারককে অপসারণ ক্ষমতা সংসদের হাতে নিতে ষোড়শ সংশোধনী আনা হয়েছে। সংশোধনী কার্যকর করতে আইনের খসড়া প্রণয়ন করা হয়েছে। ওই আইন এখনো চূড়ান্ত হয়নি। আইন হওয়ার আগেই ষোড়শ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে আনা রিট পিটিশনটি গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, ষোড়শ সংশোধনীর মাধ্যমে সংবিধানকে সামরিক ফরমান থেকে কলঙ্কমুক্ত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here