দেখা মিলল শাহরুখের মহিলা ‘জাবরা’ ফ্যানের

0
297

দেশ ও বিদেশের মহিলাদের কাছে হার্টথ্রব তিনি৷ পঞ্চাশ পেরিয়েও বলিপাড়ার অদ্বীতিয় ‘কিং অফ রোমান্স’-এর জাদু অটুট৷ আজও যে তিনি ‘বাজিগর’ তার প্রমাণ মিলছে ‘ফ্যান’ ছবির প্রমোশন শুরু হওয়ার পরই৷ অভিনয়ে তো বটেই তাঁর ফ্যানের কাণ্ডকারখানাই তাঁর সুপারস্টারডমের পরিচয়৷  এবার দেখা মিলল তাঁর মহিলা ‘জাবরা’ ফ্যান ডোনিয়া তানজির৷ মরক্কোর বাসিন্দা ডোনিয়া পেশায় নৃত্যশিল্পী৷ প্যারিসে বলিউডি গানে নাচের জন্য তিনি বিখ্যাত৷ বরাবরই শারুখের ফ্যান তিনি৷ যশরাজ ফিল্মসের প্রমোশনের সূত্রেই বলিবাদশার প্রতি তাঁর ভালবাসা জানানোর সুযোগ পেয়ে যান তিনি৷ ‘ফ্যান’-এর প্রমোশনের জন্য নিজেই একটি ভিডিও তৈরি করেন তিনি৷ এছাড়া শাহরুখের ম্যানিকুইনের সামনে নিজের ছবিও পোস্ট করেন৷ ‘শাহরুখ আমার কাছে অবসেশন৷ আগামীতে কোনও একদিন নিশ্চিতই আমি ওঁর জন্য পারফর্ম করব৷ আর ওঁকে যদি আলিঙ্গন করতে পারি তাহলে তো  কথাই নেই৷ শাহরুখের সঙ্গে দেখা করতেই একদিন ঠিক ভারতে আসব৷,’ জানান ডোনিয়া৷ ‘ফ্যান’-এর প্রমোশন শুরু হওয়ার পর থেকেই শুধু দেশ নয় বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা শাহরুখের ফ্যানদের খোঁজ মিলছে৷ জানা যাচ্ছে সুপারস্টারের জন্য তাঁর পাগলামির কথা৷ সে তালিকায় নিজের নামও যোগ করে দিলেন ডোনিয়া৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here