বরাবর বিতর্কে থাকতে পছন্দ করেন তিনি৷ যে কোনও ইস্যুতে নিজের দিকে ঘুরিয়ে নেন প্রচারের আলো৷ সারা দেশ জুড়ে যখন ধর্ম নিয়ে নানা অসহিষ্ণুতা, নানারকমের প্রচার, তখন আরও একবার বিতর্কের কেন্দ্রে পুনম পান্ডে৷ এবার হুক্কার ভিতরেই দেবতাকে খুঁজে পেলেন তিনি৷ সম্প্রতি মাইক্রোব্লগিং সাইটে একটি ছবি শেয়ার করেছেন তিনি৷ একটি হুঁকোতে জল, আগুন ও ধোঁয়া তিনটেই থাকে৷ ছবিতে দেখা যাচ্ছে, নীচের জলে জলদেবতার অধিষ্ঠান৷ মাঝে বায়ুদেবতা ও সবার উপরে অগ্নিদেবতা৷ আর তাই এ ছবির ক্যাপশনে বলা হয়েছে, ‘হুক্কা’ বড়ই পূজনীয়৷
ধর্মীয় অসহিষ্ণুতা বেশ কিছুদিন ধরেই সারা দেশে মাথাচাড়া দিয়ে উঠেছে৷ সম্প্রতি দুর্গার সুরাপান যেভাবে রাজনৈতিক তরজার বিষয় হয়ে উঠেছে তাতে উগ্র হিন্দুত্ববাদের দাপট স্পষ্ট৷ এ পরিস্থিতিতে পুনমের পোস্ট করা এ ছবি নিয়ে ইতোমধ্যেই সমালোচনা শুরু হয়েছে৷ কেউ কেউ যেমন নিছক মজা হিসেবেই দেখছেন এটাকে, কেউ কেউ আবার ক্ষুব্ধও৷ আগামী এ নিয়ে বিতর্কের জেরে প্রচারের আলো যে নিজের দিকে কেড়ে নিলেন পুনম, তা সহজেই অনুমান করা যায়৷