‘জামায়াতে ইসলামী মূলত ধর্ম ব্যবসার সঙ্গে জড়িত’

0
449

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জামায়াতে ইসলামী মূলত ধর্ম ব্যবসার সঙ্গে জড়িত। ধর্মের নামে তারা অধর্মের কাজ করছে। শনিবার গাইবান্ধার শাহ আবদুল হামিদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার শাসনামলেই এদেশে জঙ্গিবাদের উত্থান ঘটে বলে দাবি করে হানিফ বলেন, একাত্তরের পরাজিত পাকিস্তান এদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করেছিল। তাদের সহযোগিতা করেছেন পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসী খালেদা জিয়া ও তার দোসর জামায়াত। তিনি বলেন, বিএনপি-জামায়াত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে চেয়েছিল। কিন্তু বর্তমান সরকারের যোগ্য নেতৃত্বের কারণে তাদের সে ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে। গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ-শামস-উল আলম হীরুর সভাপপিত্বে কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্যাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here