নতুন করে বিদেশি শ্রমিক নিয়োগ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার মন্ত্রিসভা। এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নেওয়ার চুক্তিও আপাতত স্থগিত হয়ে গেল। শনিবার মন্ত্রিসভার বৈঠকের পর মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি ড. আহমাদ জাহিদ হামিদি বিষয়টি নিশ্চিত করেছেন। খবর দ্যা স্টার মালয়েশিয়া। দেশটির উপপ্রধানমন্ত্রী ড. হামিদি জানান, মন্ত্রিসভা নতুন বিদেশি শ্রমিক নিয়োগ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বর্তমানে দেশের যেসব প্রতিষ্ঠানে অনুমতিপত্র ছাড়া বিদেশি শ্রমিক কাজ করছেন অথবা যাদের অনুমতিপত্রের মেয়াদ পার হয়ে গেছে তাঁদের বৈধতার জন্য ওই প্রতিষ্ঠানকে আবেদন জানাতে হবে। আহমাদ জাহিদ আরও বলেন, আগামী ৩০ জুনের মধ্যে চাকরিদাতাদের বিদেশি শ্রমিকদের বৈধতা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এর আগে এই সময়সীমা ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত। পরে তা বাড়ানো হয়।