রিজার্ভের টাকা চুরি নিয়ে সিদ্ধান্ত তদন্তের পর

0
392

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তদন্ত শেষ হওয়ার পর। আইনমন্ত্রী আনিসুল হক গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন।

রাজধানীর বিয়াম মিলনায়তনে দুই দিনব্যাপী ‘সার্ক টেক সামিট-২০১৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘রিজার্ভের অর্থ কিভাবে চুরি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এ নিয়ে তদন্ত চলছে। তদন্তের মাধ্যমে পুরো ঘটনা বের হলে বলা যাবে, বিচার বাংলাদেশে হবে, নাকি অন্য কোথাও হবে।’ আনিসুল হক বলেন, ‘আইনের দিক থেকে দেখলে বলতে হবে, এটি একটি আন্তর্জাতিক সন্ত্রাসী কার্যক্রম। টাকা বাংলাদেশের, ব্যাংক যুক্তরাষ্ট্রের, আর সেই টাকা গেছে ফিলিপাইন ও শ্রীলঙ্কায়। সে ক্ষেত্রে আমাদের আইন ও অন্যান্য দেশের আইন কতটা কার্যকর হবে, তা তদন্তের পর বোঝা যাবে। এ জন্য তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।’

অনুষ্ঠানে এফবিসিসিআই প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদ, ভারতের ইনফো ডট কমের চেয়ারম্যান ডি ডি পুরাকায়স্ত, সিটিও ফোরাম বাংলাদেশ-এর প্রেসিডেন্ট তপন কান্তি সরকার, সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট সুরজ বাইদা প্রমুখ বক্তব্য দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here