শর্ত মেনেই কারিনাকে বিয়ে করেছিলেন সাইফ!

0
306

সাড়ে তিন বছর হল গাঁটছড়া বেঁধেছেন সাইফ অালী খান ও কারিনা কাপুর। বলিউডে দম্পতি হিসেবে তাঁদের নিয়ে কম আলোচনা হয় না। কিন্তু বিয়ে নিয়ে গোপন থাকা রহস্য এতদিনে ফাঁস করলেন তাঁরা। বিয়ের আগে সাইফকে একটা শর্ত দিয়েছিলেন করিনা। জানেন সেই শর্ত কী?

নায়িকার কথায়, ‘‘আমি সবসময় কাজ করতে চেয়েছি। অর্থ উপার্জন করে স্বাধীন থাকতে চেয়েছি। সাইফকে বিয়ে করার আগে আমি স্পষ্ট বলেছিলাম, বিয়ের পর আমাকে কাজ করতে দিতে হবে। আমার কাজ নিয়ে ওর কোন আপত্তি ছিল না। আজ আমি একইসঙ্গে কাজ করে টাকাও রোজগার করছি, আবার স্ত্রীর দায়িত্বও সামলাচ্ছি। আমার স্বামীও এতে সম্পূর্ণ সমর্থন করছে।’’

ফিল্মি পরিবারে বড় হওয়া সাইফের পরিবারের নারীদের বাইরে কাজ করা নিয়ে কোন বিধি-নিষেধ নেই। তাই কারিনার শর্ত মেনে নিতে একটুও আপত্তি করেননি ছোট নবাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here