গতকাল বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এর মধুর কেন্টিনে জাতীয় পেশাজীবী লীগ ঢাকা মহানগরের আহবায়ক কমিটি গঠিত হয়, সংগঠনের প্রতিষ্ঠাতা জিল্লুর রহমান স্বাক্ষরিত চিঠিতে ডাঃ নজরুল ইসলাম কে আহবায়ক, প্রকৌঃ মোঃ সাকীল খান কে সদস্য সচিব করে যুগ্ম-আহবায়ক হিসেবে অন্যানের মধ্যে মোঃ মোশাররফ হোসেন, সুভাষ সাহা, নাজমুন নাহার মিলি এছাড়াও সদস্য হিসেবে প্রকৌঃ মোঃ আবুল ফজল, নুরুন নাহার,প্রমোদ মুৎসুদ্দী সহ ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেন। তিনি বলেন বর্তমান কমিটির নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শের পেশাজীবীদের নিয়ে বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরামর্শ দেন। তিনি আরোও বলেন জাতীয় পেশাজীবী লীগ বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে ইতিমধ্যে জনগণের আস্থা অর্জন করেছে। যা বর্তমান নেতৃত্বের মাধ্যমে আরোও গতিশীল হবে প্রত্যাশা করেন।