প্রথম ম্যাচ হারলেও টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। ৮ উইকেটের ব্যবধানে আয়ারল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ।
ব্যাঙ্গালুরুতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের বোলিং তোপে ৯ উইকেটে ৭৪ রান করে আয়ারল্যান্ড। বাংলাদেশের পক্ষে রুমানা আহমেদ ৪ উইকেট নেন।
জবাবে ৪৫ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় পায় বাংলাদেশ। ওপেনার শারমিন আক্তার ৩৬ রানের অনবদ্য ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন।
প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে শ্রীলংকার কাছে ৫ উইকেটে হেরেছিলো বাংলাদেশ নারী দল।