যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারণায় উত্তেজনাসৃষ্টিকারীদের বিরুদ্ধে ওবামার হুঁশিয়ারি

0
301

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বিভিন্ন দলের প্রতিদ্বন্দ্বীদের হুঁশিয়ারি জানিয়ে উত্তেজনা এড়াতে বলেছেন। আগামী নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প আয়োজিত একটি জনসভায় বিক্ষোভকারীদের সঙ্গে তার সমর্থকদের হাতাহাতির প্রেক্ষিতে সভা বাতিল করার একদিন পর ওবামা এ হুঁশিয়ারি জানালেন।
ওবামা বলেন, নির্বাচনে প্রেসিডেন্ট পদে মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের একে অন্যকে অপমান করা ঠিক নয়। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী আমেরিকানদের বিরুদ্ধে কোনোরকম সহিংস আচরণে যাওয়া একেবারেই উচিত নয়।
সহিংসতার আশঙ্কায় গত শুক্রবার শিকাগোতে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে আয়োজিত এক জনসভা বাতিল করা হয়েছে। সভাস্থলে ট্রাম্পের সমর্থক ও বিরোধীদের মধ্যে চরম উত্তেজনার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়। ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ও অন্যরা তার বিরুদ্ধে উস্কানিমূলক বাগাড়ম্বরের অভিযোগ করেন।
শনিবার ডালাসে ডেমোক্রেটিক দলের আয়োজিত এক অনুষ্ঠানে ওবামা বলেন, নির্বাচনে বিভিন্ন দলের প্রতিদ্বন্দ্বীদের নিজেদের মধ্যে উত্তেজনা কমানো উচিত বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিজেদের আচরণে শালীনতা বজায় রাখার চেষ্টা করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here