স্বরূপকাঠিতে ইউনিয়ন আ’লীগ প্রার্থীর অফিসে হামলা ভাংচুর ॥ আহত-৭

0
338

বরিশাল প্রতিনিধি ॥ স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলার সমদ্রয়কাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতিকের জিয়া উদ্দিন তৌহিদের সমর্থকেরা হামলা চালিয়ে ভাংচুর করেছে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ সবুর তালুকদারের নির্বাচনী অফিস। এসময় নৌকা প্রতিকের ৭ নেতাকর্মীকে পিটিয়ে আহতসহ ৩টি মটরসাইকেল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করা হয়েছে।
জানা গেছে, সমুদ্রয়কাঠী সাগরকান্দা এলাকায় আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী সবুর তালুকদারের নির্বাচনী অফিসে সোমবার সকালে আকস্মিকভাবে হামলা চালায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জিয়া উদ্দিন তৌহিদের সমর্থকেরা। এসময় অফিসে থাকা দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করা হয়। এছাড়াও ব্যানার, পোষ্টার ভাংচুর করা হয়েছে। হামলায় রাজু তালুকদার, জাবেদ হাওলাদার, সোহেল হাওলাদার, মানিক মিয়া, রানাসহ ৭ জন আহত হয়েছে। হামলাকারীরা অফিসের সামনে রাখা তিনটি মোটরসাইকেল ভাংচুর করে।
এ ব্যাপারে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী সবুর তালুকদার জানান, প্রতিনিয়ন আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। আমার কর্মী সমর্থকদের মারধর করছে। তাছাড়া সাধারন ভোটারদের বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে। এ ব্যাপারে আমি নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাইনি। অপরদিকে আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জিয়া উদ্দিন তৌহিদের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার সাংবাদিকদের সাথে কথা বলার সময় নেই। বলেই তিনি ফোনটি কেটে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here