খালেদার আবেদনের শুনানি দুই সপ্তাহ পিছিয়েছে

0
495

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তদন্ত কর্মকর্তা হারুন-অর রশিদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার দায়ের করা রিটের শুনানি দুই সপ্তাহ পিছিয়েছে। বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ খালেদা জিয়ার আইনজীবীর করা সময় আবেদন মঞ্জুর করেন। খালেদার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আবেদনে উল্লেখ করেন, আগামী ২৩ ও ২৪ তারিখে বার কাউন্সিলের নির্বাচন। নির্বাচনী কাজে ব্যস্ততার জন্য শুনানি মুলতবি রাখা হোক। পরে আদালত তার সময় আবেদন মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন উত্থাপন করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় গত বৃহস্পতিবার খালেদার পক্ষে রিটটি দায়ের করেন তার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এ মামলায় তদন্তের দায়িত্ব পান সংস্থাটির উপপরিচালক হারুন-অর রশিদ। তার নিয়োগপত্রে স্বাক্ষর করেন আরেক উপপরিচালক আকরাম হোসেন। মামলা বাতিলের আবেদনে বলা হয়, দুদকের তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেবে কমিশন। আর কমিশন বলতে তিন কমিশনারকে বোঝায়। অতএব হারুন-অর রশিদের নিয়োগ আইনসম্মত হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here