নড়াইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল তদন্ত সংস্থার প্রতিনিধি দল

0
242

নড়াইল প্রতিনিধি :মুক্তিযুদ্ধকালিন নড়াইলে সংগঠিত বিভিন্ন মানবতা বিরোধী অপরাধ সম্পর্কে খোঁজ খবর নিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল তদন্ত সংস্থার একটি প্রতিনিধি দল রোববার (১৩ফেব্রুয়ারি) দিনব্যাপি নড়াইলের বিভিন্ন এলাকা সফর করেন। মানবতা বিরোধী অপরাধের প্রাথমিক তথ্য উপাত্ত সংগ্রহে দেশব্যাপি পরিচালিত সফরের অংশ হিসেবে সংস্থার সমন্বয়ক মুহঃ আব্দুল হান্নান খানের নেতৃত্বে ৬সদস্যের এ দলটি নড়াইল আসেন।
তদন্তকারি দল নড়াইলে পৌছে বিকেলে মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। নড়াইলের জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে সার্কেট হাউজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নড়াইল-২ আসনের এমপি অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সুবাস বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য দেন। সফরকারি দলের প্রধান এসময় নড়াইলে মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতে সবাব সহযোগিতা কামনা করেন। মতবিনিময় শেষে তদন্তকারি দলটি আদালত এলাকায় চিত্রা নদীর পাড়ে বধ্যভূমি ও রূপগঞ্জ পানি উন্নয়ন বোর্ডস্থ গনকবর পরিদর্শন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here