ফুটপাথে অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান শুরু বুধবার

0
296

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বুধবার থেকে দেশের সব সড়ক ও মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হবে। আজ মঙ্গলবার রাজধানীর গুলিস্তানে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রমে যোগ দেন ওবায়দুল কাদের। সেখানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।   ওবায়দুল কাদের বলেন, ফুটপাথ দখল করে যারা ব্যবসা করছেন তাদের মঙ্গলবারের মধ্যে সরে যাওয়ারও আহ্বান জানাচ্ছি। সিএনজিচালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে গুলিস্তান এলাকায় অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here