বাগেরহাটে যাত্রীবাহী বাস বে-পরোয়া চালাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে খাদে, নারীসহ আহত ২০

0
270

মাসুম হাওলাদার, বাগেরহাট :
বাগেরহাটের মংলা-খুলনা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাস বে-পরোয়া চালাতে গিয়ে একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে নারীসহ ২০ জন যাত্রী আহত হয়েছে। সোমবার বিকালে ওই মহাসড়কের রামপাল উপজেলার বগুড়ার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১৩ জনের নাম পাওয়া গেছে। এরা হলেন- কালিপদ (৪৫), শিল্পী (৪০), কিঞ্জল (২৫), হরিপদ মন্ডল (৫০), কবির মীর (৪০), আনোয়ারা বেগম (৩৫), ফায়জুল ইসলাম (৪০), সুলতান সালাউদ্দিন (২৫), রফিকুল ইসলাম(২৮) জাহানারা বেগম(৩৮), দেলোয়ার হোসেন(৪৬), হিমু (২৬) ও বিচিত্র মন্ডল (২৮)। আহতদের বাড়ি বাগেরহাট জেলা সদর, খুলনা, গাইবান্ধা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায়। আহত যাত্রীরা জানান ওই মহাসড়ক ফাকা পেয়ে দুটি বাস একে অপরকে ওভারটেক করতে বে-পরোয়া চালাচ্ছিল। এক পর্যায়ে আমাদের বহন করা বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে সিটকে পড়ে। বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার এসআই জামাল হোসেন জানান, বিকালে খুলনা থেকে মংলার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী (সিলেট-ব-৫৬৭৭) রামপালের বগুড়া ব্রীজের কাছে এসে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে নারীসহ অন্তত ২০ যাত্রী কমবেশি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করেছে। রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাদিকুর রহমান বলেন, দুর্ঘটনায় আহত ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবাই আশঙ্কামুক্ত। #

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here