সৃজনশীল পদ্ধতিতে আগামী ২০১৭ সালের এস.এস.সি পরীক্ষায় শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবিত ৭টি প্রশ্নের প্রস্তাবনা বাতিল করে তত্ত্বীয় অংশে পূর্বের নিয়মে ৬টি প্রশ্ন বলবৎ রাখার দাবীতে বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম মহানগর আওতাধীন স্কুল সমূহের চলমান ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে ১৪ মার্চ রোজ সোমবার বেলা ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন মারফতে এক স্মারকলিপি মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা বরাবর প্রেরণ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনরত ছাত্র ছাত্রীবৃন্দ।
মাননীয় জেলা প্রশাসক মারফত প্রধানমন্ত্রীর নিকট প্রদানকৃত স্মারকলিপিতে এ সময় ছাত্র প্রতিনিধিগণ উল্লেখ করেন এই ইস্যুতে মাসব্যাপী চলা আন্দোলন কর্মসূচীতে চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। অর্থাৎ নগরীর সর্বোচ্চ মেধাবীরা আজ মনে করছে সৃজনশীল (তত্ত্বীয়তে) নির্দিষ্ট সময়ে ৭টি প্রশ্নের উত্তর চাপিয়ে দেওয়া কোনভাবেই যৌক্তিক নই। এই অযৌক্তিক নিয়ম সংযোজনের ফলে শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি হবে। যাতে করে সৃজনশীলতার নামে শিক্ষার্থীদের মেধাকে সংকোচিত করা হবে।
স্মারকলিপিতে এ সময় আরো উল্লেখ করা হয়, সৃজনশীল একটি বিশ্বসমাদৃত শিক্ষাপদ্ধতি। বাংলাদেশের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উৎকর্ষতায় এই সৃজনশীলতা দৃশ্যত পরিবর্তণ আনার সম্ভাবনা আজ হাতছানি দিচ্ছে। কিন্তু কোনরূপ যাচাই বাছাই ও পর্যালোচনা ব্যতীত ৬টির স্থলে ৭টি প্রশ্ন চাপিয়ে দিলেই তো আর সৃজনশীলতার সুফল শিক্ষার্থীরা পাবে না। এ সময় স্মারকলিপিতে বিগত সময়ে ৬টি প্রশ্নের উত্তর যথাযথ সময়ে লিখতে শিক্ষার্থীরা বিপাকে পড়েছিল বলে উল্লেখ করা হয়।
স্মারকলিপি প্রদানের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক এই দাবী বিবেচনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করে আন্দোলনকারীরা।
এ সময় স্মারকলিপি প্রদানকালে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরীন ইসলাম, তৃষা নাসরি (ড. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়), সাদিয়া নূর স্বর্ণা, শামীমা চৌধুরী (বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়), মুহিব ইসলাম তুরব (চট্টগ্রাম কলেজিয়েট স্কুল), ইমাম হোসেন, রাফিউল ইসলাম নিহাল, নাছির উদ্দিন (সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়), রাবি আহমেদ, সৌরভ ধর, (চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়), তাবীদ ইফতি, দেলোয়ার হোসেন, জিশান চৌধুরী (চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই উচ্চ বিদ্যালয়), নাফিসা হাসান, তাহনিন মাশরুবা, সায়মা শারমীন, প্রমী তালুকদার (আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়), ওসামা চৌধুরী, শাহাদাত চৌধুরী (নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়), মো: শাহাদাত হোসেন, হাবিবুল হাসান শুভ (লামা বাজার স্কুল), শাহানা রাজু, রুজিনা খাতুন (কাপাসগোলা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়)।
এই আন্দোলন সংগ্রামের সমন্বয়কারীদের মধ্যে উপস্থিত ছিলেন ঐশিক পাল জিতু, ইনজামুল ইমু, কে.এম. তাইফুল রফিক, সাজ্জাদুল ইসলাম, সাফায়েত ফাহিম প্রমুখ।
এ সময় স্মারকলিপি দাবীর সাথে একাতœতা পোষণা করে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ এই ইস্যুতে সর্বাতœক দিক নির্দেশনা ও সহযোগিতা থাকবে বলে জানান বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।