পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে বাসে বিস্ফোরণে নিহত অন্তত ১৬

0
493

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রধান নগরী পেশোয়ারের একটি বাসে পেতে রাখা বোমার বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
একটি ব্যস্ততম বাজার এলাকা সাদ্দারে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় সরকারি কর্মীরা অফিসে যাওয়ার জন্য বাসটিতে উঠছিল।
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মোহাম্মদ কাশিফ জুলফিকার বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘সরকারি কর্মীদের বহনকারী একটি বাসে এই ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত এবং ২৪ জনের বেশি লোক আহত হয়েছেন।’
খবর বার্তা সংস্থা এএফপি’র।
অপর এক পুলিশ কর্মকর্তা ও হাসপাতালে কর্মকর্তারাও এই ঘটনা ও হতাহতের সংখ্যার সত্যতা নিশ্চিত করেছেন।
বোমা নিষ্ক্রিয়াকারী কর্মকর্তারা জানান, বাসের মধ্যে একটি চার কিলোগ্রাম (৮.৮পাউন্ড) ওজনের ইম্প্রোভাইসড ডিভাইস (আইইডি) পেতে রাখা হয়েছিল। বাসের গ্যাস সিলিন্ডারের কাছে এটি পেতে পাখা হয়। এর সঙ্গে একটি রিমোট কন্ট্রোল ডেটোনেটর ছিল।
বিস্ফোরণকে শক্তিশালী করার জন্যই গ্যাস সিলিন্ডারের কাছে বোমাটি পেতে রাখা হয়।
ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আব্বাস মজিদ।
তিনি বলেন, বাসটি সরকারি কর্মীদের নিয়ে উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর মারদান থেকে পেশোয়ার যাচ্ছিল।
উদ্ধার কর্মীদের ঘটনাস্থল থেকে একটি নীল রঙের ওই বাসটি থেকে স্ট্রেচারে করে আহতদের অপেক্ষমান অ্যাম্বুলেন্সগুলোতে নিয়ে যেতে দেখা গেছে।
উদ্ধার কর্মীদেরকে এই বিস্ফোরণে আহত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা অন্যান্যদের কাঁধে তুলে নিয়ে যেতে দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here