মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সু চির বন্ধু

0
468

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির ঘনিষ্ঠ সহযোগী ও দীর্ঘদিনের বন্ধু থিন কিইউ দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার দেশটির আইনপ্রণেতারা পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তাকে এ পদে নির্বাচিত করেন। গত কয়েক দশকের মধ্যে তিনি প্রথম বেসামরিক ব্যক্তি হিসেবে এ পদে আসীন হতে যাচ্ছেন। জান্তা শাসিত দেশটির জন্য এটা একটা ঐতিহাসিক মুহূর্ত।
৬৯ বছর বয়সী থিন কিইউ এ পদে তার বিজয়কে সু চির বিজয় হিসেবে অভিহিত করেন। নোবেল বিজয়ী সু চির প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে সাংবিধানিক বাধা থাকায় কিইউ তার প্রক্সি হিসেবে দায়িত্ব পালনের পরিকল্পনার কথা পরিষ্কার উল্লেখ করেন। খবরে বলা হয়, থিন কিইউ দুই কক্ষের ৬৫২ ভোটের মধ্যে ৩৬০ ভোট পান। রাজধানী নেপিদোতে ভোট গণনা করার পর তাকে বিজয়ী ঘোষণা করার সময় আইনপ্রণেতারা তুমুল করতালি দিয়ে স্বাগত জানায়।
উল্লেখ্য, গত নভেম্বরের নির্বাচনে সু চির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি ঐতিহাসিক জয় পায়। এই জয়ের মধ্যদিয়ে মিয়ানমারের পার্লামেন্টের উভয় কক্ষে তার দল প্রাধান্য পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here