বুদ্ধিজীবীদের কটূক্তি: গয়েশ্বরের জামিন আবেদন

0
253

একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে কটূক্তির অভিযোগে মানহানির মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। আজ বুধবার সকালে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির হয়ে তিনি এই আবেদন করেন বলে বাদীর আইনজীবী তপো গোপাল ঘোষ জানান। মহানগর হাকিম জাকির হোসেন টিপুর আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি। গত বছর ২৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে এক সভায় একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে মন্তব্যের জন্য দণ্ডবিধির ৫০০ ধারা অনুযায়ী গয়েশ্বরের বিরুদ্ধে মানহানির এই মামলা হয়। ওই আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রসঙ্গে বলেন, তারা নির্বোধের মতো মারা গিয়েছিলেন। এই বক্তব্যের জন্য গত ২১ জানুয়ারি গয়েশ্বরের বিরুদ্ধে আদালতে মানহানির অভিযোগ আনেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মণীন্দ্র কুমার নাথ। তার বক্তব্য শুনে অভিযোগের সত্যতা যাচাইয়ে পুলিশকে দায়িত্ব দেয় আদালত। শাহবাগ থানা তদন্ত প্রতিবেদন দিলে নিজের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে ১৮ ফেব্রুয়ারি গয়েশ্বরকে তলব করে আদালত। নির্ধারিত দিন বুধবার সকালে আদালতে হাজির হলেন গয়েশ্বর চন্দ্র রায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here