ঋণ মেটাতে সাহায্য করতে পারেন ক্যাটরিনা-দীপিকা!

0
464

ঋণ মেটাতে নাভিশ্বাস উঠছে বিজয় মাল্যর। তাই তাঁকে ভার্চুয়াল পরামর্শ দিতে এগিয়ে এলেন পরিচালক রামগোপাল ভার্মা। আর রামু মুখ খুললেই বিতর্ক কমপালসারি। জানেন বিজয় মাল্যকে কী পরামর্শ দিলেন রামু? গতকাল টুইটারে রামু লিখেছেন, ‘আমার মনে হয় ঋণ মেটানোর জন্য প্রত্যেক ব্যাঙ্ক কর্তাকে এক জন করে বিকিনি-সুন্দরী দিয়ে দিন। মাল্যর ক্যালেন্ডার গার্ল দীপিকা পাড়ুকোন, নার্গিস ফকরি, এষা গুপ্তা, ক্যাটরিনা কইফরা এ কাজে সাহায্য করতে পারবেন।’ বিজয়কে কটাক্ষ করতে গিয়ে রামু টার্গেট করেছেন বলিউডের একাধিক নায়িকাকে। ফলে এই বক্তব্য নিয়ে জোরালো বিতর্ক শুরু হয়েছে বি-টাউনে। সম্প্রতি বিজয়ের বিরুদ্ধে প্রমাণ পেতে ১৭টি ব্যাঙ্ক ও বিভিন্ন তদন্তকারী সংস্থাকে চিঠি পাঠিয়েছে ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট’ (ইডি)। তদন্তকারী সংস্থা সূত্রের খবর, মাল্য তাঁদের সামনে আগামী ১৮ মার্চ হাজিরা না দিলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায় কি না, তা-ও ভেবে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here