সঙ্গীতশিল্পী জুনিয়র ফ্রাঙ্ক সিনাত্রা বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্য সফরকালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭২ বছর। তার বোন ন্যান্সি একথা জানান।
ফেসবুকে দেয়া এক বিবৃতিতে ন্যান্সি সিনাত্রা বলেন, ফ্লোরিডার ডেটনা সফরকালে হৃদরোগে আক্রান্ত হয়ে জুনিয়র ফ্রাঙ্ক সিনাত্রা মারা যাওয়ায় সিনাত্রা পরিবার গভীরভাবে শোকাহত।
কিশোর বয়সে সঙ্গীতজীবন শুরু করার পর থেকেই সিনাত্রা সঙ্গীত ব্যবসায় তার বিখ্যাত পিতার পদাঙ্ক অনুসরণ করে চলেন।
উল্লেখ্য, সিনিয়র ফ্রাঙ্ক সিনাত্রা ১৯৯৮ সালে মারা যান।