মাগুরায় বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতিয় শিশু দিবস পালিত

0
272

মাগুরা প্রতিনিধি : মাগুরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্মদিবস ও জাতিয় শিশু দিবস উপলক্ষে র‌্যালী, শিশু সমাবেশ, পুষ্পস্তবক অর্পন, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে পালিত হয়েছে ।
জেলা প্রশাসন মাগুরা এ দিবসের আয়োজন করে । বৃহস্পতিবার সকালে কালেক্টরেট প্রাঙ্গন থেকে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । র‌্যালী শেষে শহরের নোমানী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয় । পরে কালেক্টরেট প্রাঙ্গনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) খন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহ: মাহবুবর রহমান । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার এ কে এম এহসান উ্ল্লাহ , জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম , জেলা আওয়ামীলীগের সাধারণ সস্পাদক পংকজ কুন্ডু প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিবসের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় । এছাড়া বিভিন্ন মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here