রাবির আইবিএস’র নবীন বরণ অনুষ্ঠিত

0
380

 

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএস) ২০১৫-১৬ সেশনের বিবিএ প্রথম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শবিবার বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনে এ বরণ অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক মো. শাহ নওয়াজ আলী ও বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মু. রফিকুল ইসলাম, ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক মো. মহসিন-উল-ইসলাম ও শুভেচ্ছা ব্কব্য দেন ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক অভিনয় চন্দ্র সাহা।

এসময় বক্তারা বলেন, এ বৃহত্তর ক্যাম্পাসে সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে। এখানে উচু মানের গবেষক ও শিক্ষক দ্বারা শিক্ষার্থীদের পাঠদান করা হয়। বিভিন্ন প্রতিবন্ধকতা ও বাধা পেরিয়ে শিল্প-সাহিত্য-সংস্কৃতিকে লালন করার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিভা দিয়ে সাফল্যের পথে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

নবীনবরণের শেষ পর্বে ছিল আইবিএ বিজনেস ক্লাব স্পার্কের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। #

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here