কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল রাতে অনুষ্ঠিত আইসিসি ষষ্ঠ টি-২০ বিশ্বকাপের এক ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়ায় ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় তিনি এ অভিনন্দন ব্যক্ত করেন। টুইটে মোদি লিখেন, ‘চমৎকার এই জয়ের জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন।’ বিশ্বকাপের ১৯তম ম্যাচে গতকাল পাকিস্তানকে ছয় উইকেটে পরাজিত করে ভারত। বিরাট কোহলির অপরাজিত ৫৫ রানের উপর ভর করে ১৩ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ধোনিরা।