আ’লীগ ও বহিস্কৃত বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

0
334

পাইকগাছা প্রতিনিধি: খুলনা পাইকগাছায় শেষ মুহুর্তে ইউপি নির্বাচনের প্রচার প্রচারণা তুঙ্গে। আচারণ বিধি লংঘনের অভিযোগ তুলে হুমকি, ধামকি পেশী শক্তির ব্যবহার, নৌকা প্রতীকের ব্যানার চুরি, ভয়ভীতি প্রদর্শনের পাল্টা পাল্টির বিস্তর অভিযোগ, সরকারী ও বহিস্কৃত আ’লীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও তার সমার্থকদের বিরুদ্ধে। স্বতন্ত্র প্রার্থীরা ঝুকি পুর্ণ কেন্দ্র গুলোতে বাড়তি নিরাপত্তার দাবী জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
সংশ্লিষ্ট সুত্র ও সরেজমিনে ঘুরে জানা গেছে, উপজেলার ১০ ইউপিতে উৎসব মুখর প্রচার প্রচারণা জমে উঠেছে। চেয়ারম্যান, মেম্বর ও সংরক্ষিত নারী পদপ্রার্থী ও তার সমার্থকরা হাট, বাজার, ভোটারদের বাড়ীতে বাড়ীতে শেষ মুহুর্তে ভোট প্রার্থনা চালিয়ে যাচ্ছেন। এদিকে কোথায় কোথায় সরকারী দল সমার্থিত প্রার্থী ও বিএনপি, স্বতন্ত্র ও বহিস্কৃত আ’লীগের বিদ্রোহি চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচারণ বিধি ভঙ্গের গুরুত্বর অভিযোগ করেছেন খোদ আ’লীগ নৌকা প্রতীকের প্রার্থী সহ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা। ১নং হরিঢালী ইউপির স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকি রাজু অভিযোগ তুলেছেন আ’লীগের বহিস্কৃত বিদ্রোহী প্রার্থী সরদার গোলাম মোস্তফা ও তার কর্মী সমার্থকদের বিরুদ্ধে। তিনি জানান, তার আনারস প্রতীকের নির্বাচনী কর্মী সমার্থকের প্রতিনিয়ত হুমকি ধামকি, বিভিন্ন প্রকার ভয়ভীতি অব্যাহত রেখেছেন। তিনি গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন মোস্তফার লোকজন মোবাইলে প্রকাশ্যে গোপনে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। এ নির্বাচনে তিনি শতভাগ বিজয়ের আশা ব্যক্ত করে হরিদাশকাটী, হরিঢালী, উত্তর দক্ষিণ সোনাতনকাটী ও রহিমপুর ভোট কেন্দ্র ঝুকিপুর্ণ উল্লেখ করে ভোটের আগে পরে নিরাপত্তা গ্রহণের দাবী জানিয়েছে সংশ্লিষ্ট কর্র্তপক্ষের কাছে। এদিকে এ ইউপির আ্’লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী বেনজির আহম্মেদ বাচ্চু অভিযোগ তুলেছেন বহিস্কৃত বিদ্রোহী প্রার্থী গোলাম মোস্তফা ও তার সমার্থকদ্বারা তার নির্বাচনী নেতা কর্মীরা প্রতিনিয়ত হুমকি, ধামকির স্বীকার হচ্ছেন। তার দলের এক শ্রেণীর প্রভাবশালীদের ইন্দনে মোস্তফা তালা, সাতক্ষীরা বহিরাগতদের নির্বাচনী এলাকায় সংগঠিত করে ত্রাস সৃষ্টি করছে বলে অভিযোগ তুলেছেন। গদাইপুরের বহিস্কৃত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ সরোহয়াদ্দি মোটর সাইকেল প্রতিকের প্রার্থী অভিযোগ করেছেন যে, সরকারি দলের নেতা কর্মীরা নির্বাচন থেকে সরে আসার জন্য তার কর্মী সমর্থকদের প্রতিনিয়ত ভয়ভীতি অব্যাহত রেখেছেন। তিনি আরো জানান নেতা ছাড়তে পারি কিন্তু জনগণের পাশেই থাকব। এদিকে ৩নং লতা ইউপির আ’লীগের চেয়ারম্যান প্রাথী দিবাকর বিশ্বাস অভিযোগ তুলেছেন তার মুনকিয়ায় নির্বাচনী কার্যালয়ের সামনে নৌকা প্রতীকের ব্যানার বৃহস্পতিবার রাতে আ;লীগের বহিস্কৃত বিদ্রোহী প্রার্থী চিত্ত রঞ্জনের লোকেরা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় গতকাল স্থানীয় ক্যাম্প পুলিশ ও আ’লীগ উর্দ্ধতন নেতরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে প্রশাসনের প্রতি। ওসি আশরাফ হোসেন জানিয়েছেন সব জায়গায় ছোট খাট অভিযোগ আসছে। আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। নিরাপত্তার জন্যে নির্বাচনী এলাকায় র‌্যাব, ডিবি ও অতিরিক্ত পুলিশি টহল বাড়ানো হয়েছে। সকল প্রার্থীদের ভয়ভীতি উর্দ্ধে থাকার কথা জানিয়ে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন জানিয়েছেন অবাধ, সুষ্ঠ ও শান্তিপুর্ণ নির্বাচনের লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। বিশৃংখলকারীদের কোন রকম ছাড় দেওয়া হবে না বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here