উন্নয়নের ধারাবাহিকতায় পাইকগাছার সোলাদানায় নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান-জেলা আ’লীগ সভাপতি

0
294

বাবুল আকতার, পাইকগাছা প্রতিনিধি:
২২ মার্চ, মঙ্গলবার পাইকগাছাবাসীকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়ে জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ বলেছেন, বাঙালীর জাতির ঐক্য ও সংগ্রামের প্রতীক, উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের চলমান উন্নয়ন, আর্থ-সামাজিক, রাজনৈতিক বন্ধন, উন্নত সমাজ নির্মাণ, সন্ত্রাস-জঙ্গীমুক্ত দেশ গড়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়েছেন। তিনি রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করে উন্নয়নের ধারাবাহিকতা বন্ধ করা যাবে বলে উল্লেখ করেন। দলীয় নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিয়ে বলেন, যে সমস্ত নেতাকর্মী দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিপদগামী হয়ে দলীয় প্রার্থী নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদেরকে আ’লীগে স্থান নেই বলে হুশিয়ারী দিয়েছেন। তিনি গতকাল বিকেলে আওয়ামীলীগ আয়োজিত উপজেলার ৫নং সোলাদানায় দল মনোনীতপ্রার্থী আব্দুল মান্নানের নৌকা প্রতীকের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ইউনিয়ন আ’লীগ সভাপতি মহাসিনুর রহমান সরদারের সভাপতিত্বে ও প্রভাষক মাসুদুর রহমানের পরিচালনায় পথসভায় বিশেষ অতিথি জেলা আ’লীগ সহ-সভাপতি ও উপজেলা কমিটির আহবায়ক গাজী মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক নিতাই চন্দ্র রায়, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ শহিদুল্লাহ, জেলা সদস্য ও উপজেলা কমিটির সদস্য সচিব মোঃ রশীদুজ্জামান, আহবায়ক কমিটির সদস্য মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক মলঙ্গী, শেখ মনিরুল ইসলাম, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, পৌর আহবায়ক শেখ কামরুল হাসান টিপু, আ’লীগনেতা আবুল বাশার বাবুল সরদার, শিক্ষক কুমুদ রঞ্জন ঢালী, বিজন বিহারী সরকার, পঞ্চানন সানা, কৃষ্ণপদ মন্ডল, এ্যাডঃ শিবুপ্রসাদ সরকার, এস,এম, সামছুর রহমান, সায়েদ আলী কালাই, বিমল সরদার, শেখ জিয়াদুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here