এটা একটি ঐতিহাসিক সফর। এর মাধ্যমে কিউবা এবং যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে সরাসরি বাণিজ্যক চুক্তি হবে। যার ফলে দুই দেশের মধ্যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হবে। রবিবার সন্ধ্যায় কিউবার রাজধানীর হাভানায় মার্কিন দূতাবাসে পৌঁছেই প্রেসিডেন্ট বারাক ওবামা সূচনা বক্তব্যেই এসব কথা বলেন বলে সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে। দীর্ঘ ৯০ বছর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট কিউবা সফরে গেলেন। স্বভাবত দুই দেশের সম্পর্কের খরা কাটিয়ে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হতে চলছে। হাভানায় ওবামার প্রথম বক্তব্যেই তারই স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়।