গভীর সমুদ্র বন্দর নির্মাণে যেকোনো দেশকে যুক্ত করতে রাজি চীন

0
374

পায়রা কিংবা সোনাদিয়া যেখানেই গভীর সমুদ্র বন্দর নির্মাণ হোক না কেন, সেই নির্মাণ কাজে অন্য যেকোনো দেশকে যুক্ত করতে রাজি চীন। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) এক অনুষ্ঠানে এ কথা বলেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত মানিংকিয়াং । এ সময় বাংলাদেশে আইএসের উপস্থিতি সম্পর্কে এক প্রশ্নের উত্তরে মানিংকিয়াং বলেন, তদন্ত শেষ হওয়ার আগে আইএসের উপস্থিতি নিয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না। ওই হামলাগুলোর সঙ্গে আইএস ছিল, না সন্ত্রাসীরা ছিল সে ব্যাপারে চীন পুলিশ ও র‍্যাবের তদন্তের ওপর নির্ভর করতে চায়। চীনা রাষ্ট্রদূত আরো বলেন, আমি একজন কূটনীতিক হিসেবে আগেই কোনো অনুমান করতে পারি না। অনুমানের ভিত্তিকে চীনের লোকজনকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে বলতে পারি না। অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি আঙ্গুর নাহার ও সাধারণ সম্পাদক পান্থ রহমান বক্তব্য দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here