সাতক্ষীরা প্রতিনিধি: আগামীকাল থেকে শুরু হচ্ছে জেলার ৭ উপজেলার ৭৮ টি ইউনিয়নে ভোট উৎসব। জেলার ৭৮ ইউনিয়নে ৭১৬ টি ভোট কেন্দ্রে ১৪ লাখ ২১ হাজার ২০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৭হাজার ৩৮৮ জন এবং মহিলা ভোটার ৭ লাখ ১৩ হাজার ৮১৩ জন। জেলায় পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটার ৬ হাজার ৪২৫ জন বেশী। ইউপি নির্বাচনকে ঘিরে জেলায় সর্বত্র নির্বাচনী আমেজ বিরাজ করছে। ব্যানার, ফেসটুন, শো- ডাউনসহ বিভিন্নভাবে নিজের যোগ্যতা প্রমাণ দিতে বড় দুই দলের চেয়ারম্যান প্রার্থীরা মাঠ চষেছেন। নির্বাচনকে ঘিরে গ্রামে গ্রামে সাজ সাজ রব উঠেছে।
জেলা নির্বাচন অফিসার এইচ এম কামরুল হাসান জানান, জেলার ৭ টি উপজেলার ৭৮ টি ইউনিয়নে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৭৮ টি ইউনিয়নে মোট ৭১৬ টি ভোট কেন্দ্র থাকবে। নিরাপদে ও সুশৃঙ্খলভাবে ভোট দিতে রুথের সংখ্যাও বাড়ানো হচ্ছে। পুরুষ ও মহিলা মিলে মোট ভোটার ১৪ লাখ ২১ হাজার ২০১ জন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। নির্বাচনে দায়িত্বপালনকারী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। নির্বাচন স্বচ্ছ করতে তাদের বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।
সাতক্ষীরা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির জানান, সকল ভয়ভীতির উর্ধ্বে থেকে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা বাহিনী প্রস্তুত রয়েছে। মানুষ যাতে বিনা বাধায় ভোটকেন্দ্রে যেতে পারে তার জন্য প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ পুলিশ, ভ্রাম্যমাণ র্যাব, ভ্রাম্যমাণ বিজিবি এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ করা হয়েছে।