দিতির দ্বিতীয় জানাজা সম্পন্ন, মরদেহ সোনারগাঁর পথে

0
317

চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির দ্বিতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ সোমবার সকাল সোয়া ১০টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) জহির রায়হান কালার ল্যাবের সামনে মরহুমার স্বজন, চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলী এবং শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে এ জানাজা হয়। এখানে অশ্রুজলে শেষবিদায় জানানো হয় গুণী এই অভিনেত্রীকে। জানাজায় অংশ নেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। দিতির অন্য সহকর্মীদের মধ্যে ছিলেন অভিনেতা আহমেদ শরীফ আলমগীর, ওমর সানী, অভিনেত্রী চম্পা, আফসান আরা বিন্দু, নাসরিন, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, শাহ আলম কিরণ, এস এ হক অলীক প্রমুখ। রোববার বিকেল ৪টা ৫ মিনিটে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিতি। এরপর বাদ এশা রাজধানীর গুলশানের আজাদ মসজিদে মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর লাশ রাখা হয় ইউনাইটেড হাসপাতালের হিমঘরে। সোমবার ভোরে রাজধানীর গুলশানে দিতির বাড়িতে নিয়ে যাওয়া হয় মরদেহ। সকাল ৯টার পরপর মরহুমাকে নিয়ে যাওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে। এরপর দিতির মরদেহ নিয়ে যাওয়া হবে তার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‍গ্রামের বাড়িতে। বাদ জোহর চতুর্থ ও শেষ জানাজার পর শেষ ইচ্ছে অনুযায়ী দিতিকে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে চিরসমাহিত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here