বরিশাল প্রতিনিধি : ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকেই বরিশাল বিভাগে সহিংসতার মাত্রা বেড়েছে। সরকারি দল সমর্থকদের নিজেদের দ্বন্দ্বে বা কখনও বিরোধীদের সঙ্গে বিবাদে জড়িয়ে সংঘর্ষ হয়েছে। বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনাও ঘটেছে। তবে শেষ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে শক্ত অবস্থান নিয়েছে পুলিশ প্রশাসন।
বরিশাল রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবীর বলেন, যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করা হবে। সেভাবেই পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দেয়া হয়েছে। যেখানেই সংঘাতের খবর পাওয়া যাবে সেখানেই কঠোর অবস্থান নেবে পুলিশ। এখানে কোনো দলীয় বিচার থাকবে না। সন্ত্রাসীদের প্রতিহত করা হবে। জানা গেছে, বরিশাল বিভাগে ২৫৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই ইউনিয়নগুলোতে কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৪৫৪টি। প্রতিটি কেন্দ্রে অস্ত্রধারী ৭ জন সদস্যসহ মোট ২০ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। বরিশাল বিভাগে বিজিবির সদস্য থাকবে এক হাজার ২৩০ জন, র্যাব থাকবে ৪৮২ জন। এর সঙ্গে থাকবে স্ট্রাইকিং ফোর্স। সব মিলিয়ে ৫৩ হাজার ৩১৭ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।