বরিশালে প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষায় কর্মশালা

0
492

বরিশাল প্রতিনিধি : প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষা করি সুস্থ বার্ধক্য গড়ি’ এই প্রতিপাদ্যে নিয়ে সোমবার সকাল সাড়ে ৯ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি মিলনাতয়নে বরিশাল জেলা ও বরিশাল সদর উপজেলার প্রবীনদের স্বাস্থ্যকর জীবনযাপন শীর্ষক সচেতনতা মূলক প্রচারনা বিষয়ক পৃথক, পৃথক দুটি কর্মশালা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর আয়োজনে এবং ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডর সহযোগিতায় শীর্ষক সচেতন মূলক প্রচারনা বিষয়ক কর্মশালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ এএফএম সফিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জলিল। উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা সমন্বয়কারী শামীম আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সাবেক সম্পাদক বাপ্পি মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রবীণদের শারীরিক ও মানসিক সমস্যা বৃদ্ধি পায়। বিশেষ করে উচ্চ রক্ত চাপ, ডায়বেটিকস এবং মানসিক ভাবে দূর্বল হয়ে পড়ে। তাদেরকে প্রয়োজন পারিবারিক বন্ধনের মাধ্যমে রাখা। এতে তাদের মন ভাল থাকে। অপরদিকে সকাল ১১টায় রিপোর্টার্স ইউনিটি মিলনাতয়নে সদর উপজেলার প্রবীণদের স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ যতিন চন্দ্র রায়। বক্তব্য রাখেন বেসরকারী স্বেচ্ছা সেবী সংস্থা আইসিডি এর নিবাহী পরিচালক আনোয়ার জাহিদ, মহিলা পরিষদের জেলা সভাপতি রাবেয়া খাতুন, প্রবীণ শিক্ষক নারায়ন চন্দ্র সাহা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here