মন্ত্রিসভায় জাতীয় শিল্পনীতির খসড়া ২০১৬ অনুমোদন

0
251

দেশে দ্রুত শিল্পায়ন এবং বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে আজ ‘জাতীয় শিল্পনীতি ২০১৬’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এই অনুমোদন প্রদান করা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বলেন, বিদ্যমান জাতীয় শিল্পনীতি ২০১০-এর আধুনিকীকরণ ও এ ধরাবাহিকতা বজায় রেখে এই প্রস্তাবিত নীতি প্রণয়ন করা হচ্ছে।
তিনি বলেন, ‘বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা তহবিল (সংশোধনী) আইন ২০১৬’ও নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়েছে।
শফিউল আলম বলেন, এদিন মন্ত্রিসভায় ‘সেনা নিবাস আইন, ২০১৬’র খসড়া উপস্থাপন করা হয়েছে।
তিনি বলেন, কিছু সংযোজন ও বি-যোজনসহ ‘দ্যা ক্যান্টনম্যান্ট এ্যাক্ট ১৯২৪-অনুবাদ করে তা মন্ত্রিসভায় পেশ করা হলেও আইনটি পরীক্ষা-নিরীক্ষা করে আবারও উপস্থাপন করতে বলা হয়েছে।
বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়েয় প্রতিমন্ত্রীর নেতৃত্বে এ বছর ফেব্রুয়ারি ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্পেনের বার্সিলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধি দলের অংশ গ্রহণেরও প্রশংসা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here