৬৮০ ইউনিয়ন পরিষদ নির্বাচনী এলাকায় বিজিবি মোতায়েন

0
346

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ৬৮০টি নির্বাচনী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
এর আগে শনিবার রাতে ৬০৮টি ইউনিয়ন পরিষদে বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার সকাল থেকে বাকি ৭২টি এলাকায় বিজিবি দায়িত্ব পালন করছে।
বিজিবির গণসংযোগ কর্মকর্তা মহসীন রেজা গণমাধ্যমকে জানান, ১ম ধাপে ইউপি নির্বাচনের পরের দিন বুধবার সকাল পযর্ন্ত বিজিবি মাঠে থাকবে। নির্বাচনে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
তিনি জানান, উপকূলীয় এলাকাগুলোতে বিজিবি মোতায়েনের কথা ছিল না। তাই প্রথমে ৬০৮টি ইউপি নির্বাচনী এলাকায় বিজিবি মোতায়েন করা হয়। পরে ভোলা, বরগুনাসহ বেশ কিছু উপকূলীয় এলাকায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত হয়।
রবিবার সকাল থেকে আরও ৭২ এলাকায় বিজিবি দায়িত্ব পালনের ফলে মোট ৬৮০টি এলাকায় বিজিবি মোতায়েন করা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here