সমুদ্রে স্বল্প পাল্লার ৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উ. কোরিয়ার

0
264

উত্তর কোরিয়া সোমবার তাদের পূর্ব উপকূলের অদুরে সমুদ্রে স্বল্প পাল্লার পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনার মধ্যে দেশটির নেতা কিম জং-উনের নির্দেশে এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
উ. কোরিয়ার মাঝারি পাল্লার দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কয়েক দিন পর সোমবার নতুন করে এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হল। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জাতিসংঘ প্রস্তাবের ‘অগ্রহণযোগ্য’ লংঘন বলে উল্লেখ করে।
দ. কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের এক কর্মকর্তা বলেন, পূর্বাঞ্চলের হ্যামহাং নগরীর কাছ থেকে পাঁচটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আজ স্থানীয় সময় বেলা ৩ টা ২০ মিনিটের আগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করা হয়। ক্ষেপণাস্ত্রগুলো পূর্ব সাগরে (জাপান সাগর) পড়েছে।
তিনি বলেন, ক্ষেপণাস্ত্রগুলো কি ধরণের সে সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here