সামছুল আলম কমল, চট্রগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের শতভাগ সুবিধা দেয়া হচ্ছে বিনিময়ে শতভাগ ফলাফল ও মানসম্মত শিক্ষা আশা করে। মেয়র বলেন, নীতিবান, আদর্শবান, সৎ, ভদ্র ও চরিত্রবান নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে। তিনি বলেন, শিক্ষকদের মুক্ত মনে পাঠদান করে সিটি কর্পোরেশনের সুনাম বৃদ্ধি করতে হবে। ২১ মার্চ ২০১৬ খ্রি. সোমবার, দুপুরে কলেজ মাঠে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত কাপাসগোলা মহিলা কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ, এইচএসসি পরীক্ষার্থী বিদায় ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিরতণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ সব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নাজমুল হক ডিউক। এতে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিসেস আঞ্জুমান আরা বেগম, প্রধান শিক্ষা কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন। বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ মিসেস জারেকা বেগম। অনুষ্ঠানে কলেজ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এইচএসসি বিদায়ী ছাত্রীদের বিদায় জানান একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীরা। পরে মেধাবী শিক্ষার্থী, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
Home
চট্টগ্রাম বিভাগ কাপাসগোলা মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থী বিদায়, ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিটি...