বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জের রহবল এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৪জন ও রাতে চিকিৎসাধীন অবস্থায় একজসব মিলিয়ে ৫জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০ জন। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কের রহবল হাজিপাড়া নামকস্থানে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বগুড়া থেকে রংপুরগামী যাত্রীবাহী বিআরটিসি বাস (ঢাকা মেট্রো ব-১১-৬৭৪৮) এবং বিপরীত দিক থেকে আসা স্থানীয় ইটভাটায় মাটি বহনকারী একটি মিনিট্রাক সংঘর্ষে নিয়ন্ত্রন হারিয়ে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই ৪জন নিহত হয়। নিহতের তাৎক্ষনিক পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া বিভিন্ন হাসপাতালে পাঠায়। রাতে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। এসময় মহাসড়কে চলাচলরত সকল প্রকার যানবাহন আধাঘন্টা স্থানীয় লোকজন অবরোধ করে রাখে। ঘটনার পরপরই মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র এবং গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার সহ যানচলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনা কবলিত গাড়ী এবং লাশ হাই্ওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামীম আকতার ঘটনার সত্যাতা নিশ্চিত করে জানান, মৃত ব্যাক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে এবং ঘটনাস্থলে পুলিশ রয়েছে।