বাজারে এল কম দামের আইফোন

0
359

ঘোষণা আসল অ্যাপলের চার ইঞ্চি পর্দার নতুন আইফোনের। আইফোন এসই (স্পেশাল এডিশন) নামের এই আইফোনটি অ্যাপলের উচ্চমূল্যের স্মার্টফোন যাদের নাগালের বাইরে তাদের জন্য নিয়ে এনেছে প্রতিষ্ঠানটি। গতকাল সোমবার নতুন এই আইফোনের ঘোষণার পাশাপাশি ৯ দশমিক ৭ ইঞ্চি মাপের আইপ্যাড প্রো এবং নতুন ঘড়িরও ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
এনডিটিভির খবরে বলা হয়েছে, ১৬ জিবির এই ফোনটির দাম রাখা হয়েছে ৩৯৯ ডলার এবং ৬৪ জিবি ফোনটির দাম ধরা হয়েছে ৪৯৯ ডলার। ৩১ মার্চ থেকে ফোনটি বাজারে আসবে এবং মের মধ্যে প্রায় ১০০টি দেশে পাওয়া যাবে নতুন এই ফোনটি। পর্দার আকার ছোট হলেও কাজ করবে নতুন মডেলের আইফোনের মতোই দ্রুতগতিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here