ভাগ্যিস জোলি ছিলেন

0
467

কয়েক সপ্তাহ ধরে এথেন্সের বাইরে জড়ো হয়েছে ৪০ হাজারেরও বেশি শরণার্থী। তাদের বেশির ভাগই এসেছে সিরিয়া, আফগানিস্তান আর ইরাক থেকে। ত্রাণের তুলনায় শরণার্থীর সংখ্যা বেশি হওয়ায় পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হচ্ছিল। এই অবস্থায় বুধবার জাতিসংঘের শরণার্থী বিভাগের বিশেষ দূত হয়ে গ্রিসে হাজির হয়েছিলেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। ‘ওয়ান্টেড’ তারকার বক্তব্য নিতে স্বাভাবিকভাবেই সেখানে হাজির হয়েছিল আন্তর্জাতিক সংবাদমাধ্যম। আর তাদের সঙ্গে উত্সুক দর্শনার্থীরাও যোগ দেওয়ায় পরিস্থিতি বেশ খারাপের দিকে মোড় নেয়। অল্প জায়গার মধ্যে এত জনসমাগম হওয়ায় স্বাভাবিকভাবে সেখানে শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। জোলির সঙ্গে থাকা শরণার্থী ছোট ছোট শিশুরাও পড়ে যায় সেই ধাক্কাধাক্কিতে। পরিস্থিতি খারাপ দেখে এবার নিজেই এগিয়ে আসেন শিশুদের রক্ষায়। তখন তিনি চিৎকার বলতে থাকেন, ‘সাবধান, এখানে একটা ছোট মেয়ে আছে। আপনারা পেছনে সরে যান।’ এটা বলে শিশুটিকে নিজের কাছে টেনে নিয়ে বলেন, ‘এখানেই থাকো। সাবধান।’ পরে অবশ্য তাঁর সঙ্গে থাকা সঙ্গীদের সাহায্যে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here