তাসকিনের নিষেধাজ্ঞা বহাল রাখলো আইসিসি

0
302

তাসকিন আহমেদের উপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেও লাভ হলো না। শুনানির পর আইসিসির জুডিশিয়াল কমিশনার বাংলাদেশের এই পেসারের উপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে। আজ বুধবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করায় তাসকিনের উপর নিষেধাজ্ঞার আগের সিদ্ধান্তই বহাল থাকার কথা জানায়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম সেরা এই পেসারের খেলার ক্ষীণ সম্ভাবনাটুকুও এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল। তাসকিনকে ফেরাতে নিয়মতান্ত্রিক পথে উদ্যোগ নিয়ে সোমবার আইসিসির কাছে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করা হয়। তাকে বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাঠানোর প্রক্রিয়াগত ত্রুটির কথা উল্লেখ করেই জানানো হয় রিভিউ আবেদন।

বিসিবির বক্তব্য ছিল, পরীক্ষায় পাঠানোর আগে প্রয়োজনীয় ধাপগুলো তাসকিনে ক্ষেত্রে অনুসরণ করা হয়নি। চেন্নাইয়ের রামাচন্দ্র বিশ্ববিদ্যালয় পরীক্ষাগারের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন তাসকিন। নিয়ম অনুযায়ী বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণার এক সপ্তাহের মধ্যে পুনর্বিবেচনার আবেদন করতে হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here