আরিজোনায় হিলারি ও ট্রাম্পের বড় জয়

0
394

মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ের লড়াইয়ে আরও এক ধাপ এগিয়েছেন ডেমোক্রেট দলের হিলারি ক্লিনটন ও রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার অনুষ্ঠিত প্রাইমারি ভোটে আরিজোনা অঙ্গরাজ্যে নিজ নিজ দল থেকে বিজয়ী হয়েছেন এই দুই নেতা।

প্রাথমিক ভোট গণনায় দেখা যায়, আরিজোনায় ডেমোক্রেটিক দলের হিলারি পেয়েছেন ৬০ দশমিক ৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স পেয়েছেন মাত্র ৩৬ দশমিক ৮ ভোট। অন্যদিকে ওই অঙ্গরাজ্যে ৪৭ দশমিক ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রিপাবলিকান দলের ধনকুবের ট্রাম্প। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ পেয়েছেন ২১ ভাগ ভোট। তবে আইদাহো ও উতাহ অঙ্গরাজ্যে স্যান্ডার্স জয় পাবেন বলে আশা করা হচ্ছে।

আরিজোনা রাজ্যে ট্রাম্পের অত ভোট পাবার কারণ হচ্ছে তার অভিবাসন বিরোধী বার্তাগুলো। এখানকার রক্ষণশীল ভোটাররা তার ওই বক্তব্যগুলো ভালোই পছন্দ করেছে বলে মনে করা হচ্ছে। ল্যাটিনো জনগোষ্ঠীর সমর্থনের কারণেই এ রাজ্যটিতে জয় পেয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here