বাংলাদেশ ব্যাংকে মিডিয়া সেন্টার হচ্ছে

0
309

বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগে সংবাদ কর্মীরা এখন আর ইচ্ছেমত যাতায়াত করতে পারছে না। তার পরিবর্তে মিডিয়া সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।

যদিও গত কয়েকদিন ধরে বাংলাদেশ ব্যাংকের বেশ কয়েকটি বিভাগে সংবাদকর্মীদের যাতায়াতে অঘোষিত নিষেধাজ্ঞা রয়েছে। বুধবার থেকে তা সব বিভাগের জন্য করা হয়েছে।

এর আগে দেশের ব্যাংকিং খাতের এই নিয়ন্ত্রণ সংস্থার সব বিভাগেই সংবাদকর্মীদের যাতায়াতের সুযোগ ছিলো।

কিন্তু সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ থেকে অর্থ লোপাটের পর সাবেক গবর্নর আতিউর রহমানের পদত্যাগ ও দুই ডেপুটি গভর্নরের অব্যহতির পর পরিবর্তিত পরিস্থিতিতে সংবাদ কর্মীদের উপস্থিতিও বেড়ে যায় কেন্দ্রীয় ব্যাংকে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, অচিরেই বাংলাদেশ ব্যাংকে একটি মিডিয়া সেন্টার খোলা হবে। আমরা সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলব। সাংবাদিকদের কিছু জানার থাকলে বা কোন বক্তব্য প্রয়োজন হলে আগে থেকে আমাদের অবহিত করতে হবে। আমরা পরে সে বিষয়ে বক্তব্য দেবো।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানানো হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here