ইউপি নির্বাচনে ভোট পড়েছে ৭৩.৮২ শতাংশ

0
314
প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট পড়েছে ৭৩.৮২ শতাংশ। গতকাল বুধবার বিকেলে ইসি সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, প্রথম ধাপের ৭১২টি ইউপির মধ্যে এ পর্যন্ত ৫০২টির ফলাফল পাওয়া গেছে।
তিনি আরো বলেন, সাতক্ষিরার ৫টি উপজেলার ১৩টি কেন্দ্রে ভোট শুরুর আগের রাতে ব্যালটে সিল মারা হয়। এ ঘটনায় ঐ জেলার ১১টি কেন্দ্রের সব পুলিশ সদস্যকে সাসপেন্ড করা হয়েছে। আর এ পর্যন্ত ৬৫টি ভোট কেন্দ্র স্থগিত করা হয়েছে। সব কেন্দ্রে মামলা করা হবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here