‘জঙ্গিবাদের ক্ষয়ক্ষতিকে বিমার আওতায় আনতে হবে’

0
277

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বর্তমানে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এই জঙ্গিবাদের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতিকে বীমার আওতায় আনতে হবে।  আজ শুক্রবার বীমা মেলা ২০১৬’র সমাপনী দিনে ‘এক্সপেক্টেশন, এচিভমেন্টস অ্যান্ড প্রোসপেক্টস অব নন লাইফ ইন্স্যুরেন্স’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ‘নিরাপদ ভবিষ্যতের জন্য বীমা’ এই স্লোগানকে সামনে রেখে গত বুধবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘বীমা মেলা-২০১৬’। দেশে প্রথমবারের মতো বিমা মেলার আয়োজন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সেমিনারে তথ্যমন্ত্রী ইনু বলেন, কিছুদিন আগে দেশে খালেদা জিয়ার নেতৃত্বে জ্বালাও-পোড়াও এবং গাড়ি ভাংচুর হয়েছে। যার ক্ষতিপূরণ দিতে হয়েছে সরকারকে। তাই এ ধরনের জঙ্গিবাদ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতিকে কিভাবে বীমার আওতায় আনা যায় তা ভাবতে হবে।’ বীমা সম্পর্কে মানুষকে সচেতন করতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করে ইনু বলেন, ‘বাংলাদেশের জনগণ কত ধরনের বীমার আওতায় আসতে পারেন, এ মেলায় আসলে তা জানতে পারবেন।’ অর্থনীতির চাকাকে ঝুঁকিমুক্ত রাখতে বীমার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here