সাংবাদিককে চড়; সানির অস্বীকার

0
403

না! কোনো সাংবাদিককে তিনি চড় মারেন নি। বরং তাঁর সম্পর্কে ভুল খবর রটানো হচ্ছে। সোজা সাপটা জবাব দিলেন সানি লিওন। খবর রটেছিল, গুজরাটের সুরাটে একটি হোলির অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সানি। অনুষ্ঠানের নাম ‘প্লে হোলি উইথ সানি লিওন’। সেখানেই পারফরম্যান্সের আগে একটি পাঁচতারা হোটেলের করিডোরে তাঁকে আচমকা প্রশ্ন ছুড়ে দেন এক সাংবাদিক, “আগে আপনি পর্ন স্টার ছিলেন, এখন ফিল্ম স্টার। সুতরাং “নাইট প্রোগ্রামে” এখন কত এখন আপনি কত টাকা নেন?” এই চরম অভদ্রতা আর সহ্য করেননি সানি। সোজা চড় কষিয়ে দেন ওই সাংবাদিককে। কিন্তু এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি সানির। আর সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার আরও এক ধাপ এগিয়ে বলেছেন, ‘ওই খবর সম্পূর্ণ মিথ্যা। খবরের কোন সত্যতা যাচাই না করেই খবর করে দেওয়া হয়। এটা লজ্জার। এমনকি সানির কোটটাও ভুল। মিডিয়া যে মিথ্যে বলেছে, তা আমরা প্রমাণ করে দিয়েছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here