প্যারিস হামলায়ও অংশ নিয়েছিল ব্রাসেলস হামলাকারী

0
318

ব্রাসেলস হামলায় সন্দেহভাজন পলাতক নাজিম লাচরাওই গত বছর নভেম্বরে প্যারিস হামলায়ও অংশ নিয়েছিলেন বলে দাবি করেছে কর্তৃপক্ষ। বেলজিয়ামের দাবি, প্যারিসে যেসব এলাকায় হামলা হয়েছিল, সেখান থেকে সংগৃহীত ডিএনএ নমুনার একটির সঙ্গে নাজিমের ডিএনএ নমুনা মিলে গেছে। এদিকে, প্যারিস প্রসিকিউটর জানিয়েছেন, ব্রাসেলস হামলার সঙ্গে সংশ্লিষ্ট তিন সন্দেহভাজনকে আটক করেছে ফরাসি পুলিশ। তারা প্যারিসে হামলার পরিকল্পনা করছিলেন। এছাড়া, বেলজিয়ামের বিভিন্ন এলাকায় নয়জন ও জার্মানিতে দুইজনকে আটক করা হয়েছে। তবে পুলিশ বলছে, পলাতক নাজিম লাচরাওই ছাড়া আরো একজন খুব সম্ভবত পলাতক রয়েছেন, যিনি ব্রাসেলস হামলার সঙ্গে সংশ্লিষ্ট। এদিকে, ব্রাসেলস হামলায় হতাহতদের বিস্তারিত তালিকা প্রকাশ করেছে বেলজিয়াম কর্তৃপক্ষ। ৪০টি দেশের নাগরিক এ হামলায় আক্রান্ত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন ডাচ নাগরিক রয়েছেন। এদের দুই জন যুক্তরাষ্ট্রেরও নাগরিক। একজন ব্রাইটনের নাগরিক আর একজন চীনা নাগরিকও রয়েছেন নিহতদের তালিকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here