সিরিয়ায় মার্কিন অভিযানে আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা নিহত

0
328

সিরিয়ায় মার্কিন অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) সেকেন্ড ইন কমান্ড আবদুল রহমান মুস্তফা আল কাদুলি ওরফে হাজী ইমাম নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার।
কার্টার বলেন, এই অভিযানে আবদুল রহমান মুস্তফা আল কাদুলিসহ আইএসের বেশ কিছু নেতা নিহত হয়েছেন। এর ফলে সংগঠনটির অভিযান চালানোর সক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে।
তবে কাদুলি কখন কীভাবে নিহত হয়েছেন, তা উল্লেখ করেননি কার্টার। এ ব্যাপারে আর বিস্তারিত কিছু বলেননি তিনি।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন কর্মকর্তাদের সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে নিহত হন আবদুল রহমান মুস্তফা আল কাদুলি।
এর আগে আবদুল রহমান কাদুলিকে ধরিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সাত মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
১৯৫৭ বা ১৯৫৯ সালে ইরাকের মসুল শহরে জন্মগ্রহণ করেন কাদুলি। ২০০৪ সাল তিনি ইরাকের আল-কায়েদা বাহিনীতে যোগ দেন। পরে গ্রেপ্তার হওয়ার পর ২০১২ সাল পর্যন্ত ইরাকের কারাগারে ছিলেন তিনি। ২০১২ সালে কারাগার থেকে বেরিয়ে তিনি আইএসে যোগ দেন। বিমান হামলায় আইএসের প্রধান আবু বকর আল বাগদাদী আহত হওয়ার পর কিছুদিনের জন্য তিনি আইএসের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here