আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :
পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের আগৈলঝাড়ায় মামাবাড়ি বেড়াতে এসে রহস্যজনকভাবে ভাগ্নের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল মর্গে প্রেরন করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রামের মৃত হরলাল ভদ্রের ছেলে দিলীপ চন্দ্র ভদ্র (৫০)গত শুক্রবার আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামে তার মামা সুনীল নাগের বাড়িতে বেড়াতে আসেন।
গতকাল রোববার সকালে দিলীপ হঠাৎ অসুস্থ হয়ে পরলে তার মামা সুনিল স্থানীয়দের জানায় যে, দিলীপ কীটনাশক পান করেছে। মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা দিলীপকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দিলীপকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় প্রাথমিকভাবে একটি ইউডি মামলা হয়েছে। লাশ পোষ্ট মর্টেমের জন্য গতকাল দুপুরে বরিশাল মর্গে প্রেরন করেছে পুলিশ।