বরিশালে শিক্ষকদের এইচএসসি পরীক্ষা বর্জণের হুশিয়ারী

0
312

বরিশাল প্রতিনিধি ॥ “মানব সম্পদ উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নাই” শ্লোগানকে সামনে রেখে বকেয়াসহ ৮ম জাতীয় বেতন স্কেলে বেতন ভাতা পরিশোধের দাবিতে বৃহস্পতিবার সকালে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশে শিক্ষক নেতারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ৩০ মার্চের মধ্যে শিক্ষকদের বকেয়া ভাতা পরিষদ করা না হলে ৩ এপ্রিল আসন্ন এইচএসসি পরীক্ষা শিক্ষকরা বর্জন করাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে। বেলা ১১টায় নগরীর সদররোডে শিক্ষক-কর্মচারীদের দাবী আদায়ের লক্ষ্যে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিভাগীয় আহবায়ক অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল। বক্তব্য রাখেন ফ্রন্টের যুগ্ন আহবায়ক শিক্ষক নেতা মজিবর রহমান, অধ্যাপক আমিনুল ইসলাম খসরু, অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, গৌরঙ্গ চন্দ্র কুন্ড, নজরুল ইসলাম, সবিতা রানী শীল প্রমুখ। মানববন্ধন ও সমাবেশে বিভাগের বিভিন্ন জেলা, উপজেলার শিক্ষক নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিভাগীয় কমিশনারের কাছে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here