জ্ঞাত আয়বহির্ভূত ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির জামিন এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপিম কোর্টের আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। গত ১৫ মার্চ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই মামলায় এ্যানিকে জামিন দিয়েছিল। ওই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন দুর্নীতি দমন কমিশন। আজ আবেদনের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান ও এ্যানির পক্ষে অ্যাডভোকেট জয়নুল আবেদিন শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্টের রায় এক সপ্তাহের স্থগিত করে দেন আপিল বিভাগ। ২০১৪ সালে দুর্নীতি দমন কমিশন জ্ঞাত আয়বহির্ভূত ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে রাজধানীর রমনা থানায় মামলাটি করে।